জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আন্দোলন প্রসঙ্গে উপাচার্যের সংবাদ সম্মেলন – ০৩/০৭/২০১৩

সমাগত সুধীবৃন্দ,

প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ,

আপনারা আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের খবর সংগ্রহের জন্য আপনারা দীর্ঘ সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও একাডেমিক উৎকর্ষের কথা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে। এ জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই।

প্রিয় সাংবাদিকবৃন্দ, 

মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণের পরপরই আমি এই বিশ্ববিদ্যালয়ে পূর্ব থেকে বিরাজমান জটিলতা ও সংকট নিরসনে মনোযোগী হই। একই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনের আয়োজন করি। সিনেট কর্তৃক নির্বাচিত হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি আমাকে চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দ্বিতীয়বার নিয়োগ প্রদান করেন। একজন নির্বাচিত উপাচার্য হিসেবে আমি সকলকে নিয়ে এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় আত্মনিয়োগ করি। আমি অনুভব করি যে, এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে অপার সম্ভাবনা। তাকে কাজে লাগানোর জন্য নানাভাবে চেষ্টা করেছি। দিনের পর দিন আমি সবার সাথে মতবিনিময় করে চলেছি এবং তার ভিত্তিতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দলীয় সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করিনি। শিক্ষক সমিতি যখনই কোন দাবী-দাওয়া উত্থাপন করেছে, আমরা তা তড়িৎ গতিতে বাস্তবায়ন করেছি। উদাহরণ স্বরূপ শিক্ষকদের বিভিন্ন পারিতোষিক বৃদ্ধির কথা বলা যায়। এছাড়াও গত ভর্তি পরীক্ষায় শিক্ষকগণ যে দিনরাত পরিশ্রম করে অত্যন্ত সফলতার সাথে ভর্তি কার্যক্রম শেষ করেছেন, সে কথা মনে রেখে পূর্ববর্তী ভর্তি পরীক্ষার তুলনায় শিক্ষকদের ও সংশ্লিষ্ট সকলের সম্মানী প্রায় ৩০ ভাগ বৃদ্ধি করেছি। বিনয়ের সঙ্গে উল্লেখ করছি যে, ভর্তি পরীক্ষার আয় থেকে আমি নিজে কোন সম্মানী গ্রহণ করিনি।

আমি সর্বতোভাবে বিশ্ববিদ্যালয় পরিবারের স্বার্থকে সমুন্নত রাখার চেষ্টা করেছি। তবুও বিভিন্ন সময়ে আমি নানা অযৌক্তিক ও ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত হয়েছি। আমার সদিচ্ছা ও বিনয়কে নানাভাবে অপব্যাখ্যা করা হয়েছে। এ সম্পর্কে আমি মৌখিক ও লিখিতভাবে উত্তর প্রদানও করেছি। কিন্তু শিক্ষক সমিতি উপর্যুপরি নতুন নতুন অভিযোগ উত্থাপন করে আমার পদত্যাগ দাবী করছেন। সম্প্রতি শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনের নামে উপাচার্য কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বহু গুরুত্বপূর্ণ কাজ থেমে গেছে। এ থেকে নানা রকম জটিলতা ও সংকট তৈরি হচ্ছে। আমি এইসব সংকট নিরসনে নিরন্তর চেষ্টা করে চলেছি। আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জন্য আমি শিক্ষক সমিতিকে বার বার চিঠিও দিয়েছি। আমি এখনো মনে করি আলোচনার মাধ্যমে বিরাজমান সংকট নিরসন করা সম্ভব।

প্রিয় সাংবাদিকবৃন্দ,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যে মূল ৪টি দাবী আদায় না হলে আমার পদত্যাগ দাবী করেছিলেন, তার প্রতিটি দাবী বাস্তবায়ন করা হয়েছে। সে সম্পর্কে ইতোপূর্বে আমি লিখিতভাবে সমিতিকে জানিয়েছি। এরপর গত ১৯শে জুন, ২০১৩ তারিখে আরো নতুন নতুন অভিযোগ উত্থাপন করা হয়। শিক্ষক সমিতির মূল ৪টি দাবী ও নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করেছি তা আপনাদের মাধ্যমে আমি পুনরায় দেশবাসীর সামনে তুলে ধরছি:

১) গত ৬ই এপ্রিল, ২০১৩ তারিখে একজন ছাত্র কর্তৃক শিক্ষকের প্রতি অসৌজন্যমূলক আচরণের বিষয়ে তদন্ত ও সুপারিশ প্রদানের জন্য সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জরুরী ডিসিপ্লিনারি বোর্ডের সভায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে শাস্তির সর্বসম্মত সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটের জরুরী সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত ছাত্রকে শাস্তি প্রদান করা হয়। উল্লেখ্য সিন্ডিকেটের একজন সম্মানিত সদস্য সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই সভা ত্যাগ করেন। আরো উল্লেখ্য যে, শাস্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তদন্ত কমিটি, ডিসিপ্লিনারি বোর্ড এবং সিন্ডিকেটের সম্মানিত সদস্যগণ যা স্থির করেছেন তাই গ্রহণ করা হয়েছে।

২) গত ১২ই ফেব্র“য়ারি, ২০১৩ তারিখে চিকিৎসা অবহেলায় একজন ছাত্রের মৃত্যু হয়েছে বলে উত্থাপিত অভিযোগ এবং তা থেকে সৃষ্ট ব্যাপক ভাংচুরের ঘটনায় যে দু’জন শিক্ষকের গাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাঁদের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। উল্লিখিত ঘটনার কারণ অনুসন্ধান এবং উচ্ছৃংখল কর্মকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করা এবং যথাযোগ্য শাস্তির সুপারিশ করার জন্য সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যেই ১৫টি সভায় মিলিত হয়েছেন এবং দ্রুত তদন্ত কাজ শেষ করে রিপোর্ট প্রদান করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, প্রো-উপাচার্য (প্রশাসন) এর সভাপতিত্বে উক্ত কমিটিতে শিক্ষক সমিতির সভাপতিসহ সর্বমোট ১৩জন সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর জরুরী ডিসিপ্লিনারি বোর্ড ও সিন্ডিকেট সভা আহ্বান করে যথাবিহিত ব্যবস্থা নেয়া হবে। এখানে উল্লেখ্য, শিক্ষক সমিতির অবরোধের কারণে বর্তমানে তদন্তের কাজ থেমে আছে। 

৩) প্রক্টরিয়াল বডি পুনর্গঠন করা হয়েছে। নবনিয়োজিত প্রক্টর ও সহকারী প্রক্টরদের সমন্বয়ে পুনর্গঠিত প্রক্টরিয়াল বডি অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

৪) গত পহেলা ও ২রা আগস্ট ২০১২ তারিখে মীর মশাররফ হোসেন হলে গভীর রাতে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে পুলিশের প্রবেশ ও একজন অভিযুক্ত ছাত্রকে গ্রেফতারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভাংচুর, ঢাকা আরিচা-মহাসড়ক ১৬ ঘন্টা অবরোধ করে রাখা – ইত্যাদি বিষয়ে তদন্ত করবার জন্য সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ডিসিপ্লিনারি বোর্ডের সর্বসম্মত সুপারিশ অনুযায়ী জরুরী সিন্ডিকেট সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ৩৩জন অভিযুক্ত ছাত্রকে শাস্তি উল্লেখ করে ‘কেন তা প্রদান করা হবে না’ তার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

উপরোক্ত মূল ৪টি দাবী বাস্তবায়নের পরও শিক্ষক সমিতি নতুন করে আরো অভিযোগ উত্থাপিত করেছেন। এ সব অভিযোগ বিষয়ে আমার বক্তব্য নিম্নরূপ:

* বর্তমান কর্তৃপক্ষের সময়ে নিয়োগের ক্ষেত্রে মেধা, অভিজ্ঞতা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। অযোগ্য বা কম মেধাবী কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়নি। কোন বিভাগে অযোগ্য বা কম মেধাবী কাকে নিয়োগ দেয়া হয়েছে তা জানাতে শিক্ষক সমিতিকে বিনীত অনুরোধ করছি। উল্লেখ্য, আমার সময়কালে শিক্ষক নিয়োগে ‘ভিন্ন মত’ (নোট অব ডিসেন্ট) প্রদান করা হয়নি।

* কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার নীতিমালা লংঘন করে এবং অমুক্তিযোদ্ধার সন্তানকে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় অন্তর্ভুক্ত করে ভর্তির অনুমতি দেয়নি। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ২জন প্রার্থীকে – যথাক্রমে একজনের পিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিক্সা চালিয়ে তার মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের স্বপ্ন দেখিয়েছেন এবং অন্যজনের মা, এ বিশ্ববিদ্যালয়ে পিঠা বিক্রি করে বহু কষ্টে তার ছেলের লেখা-পড়ার খরচ যুগিয়েছেন। এই দু’জনকে বিশেষ মানবিক বিবেচনায় ভর্তির জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সনির্বন্ধ অনুরোধ বিবেচনা করে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সুপারিশ অনুযায়ী ভর্তির অনুমতি দেয়া হয়। ১৪-০৪-২০১৩ তারিখে মুক্তিযোদ্ধার সন্তানদের শূন্য আসনের তালিকার সাথে তাদের নাম প্রকাশ করা হয়। তালিকার শিরোনাম ছিল ‘মুক্তিযোদ্ধা সন্তান কোটার শূন্য আসন এবং কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির ১৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রদত্ত আসন’। তারা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়নি। তারা ভর্তি হয়েছে ‘কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির ১৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রদত্ত আসনে’। এই দু’জন শিক্ষার্থী – দুস্থ নিঃস্ব দরিদ্রের সন্তান বলেই কি এতো কঠোর সমালোচনার মধ্যে পড়েছি?

* আমি পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যবোধ বিষয়ে অত্যন্ত সচেতন। বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত কোনো শিক্ষকের সঙ্গে আমি কোনরূপ অসৌজন্যমূলক আচরণ করিনি। কাউকে মেয়াদ শেষ হবার পূর্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেইনি। বরং আমার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকদের কেউ কেউ পদত্যাগ করার পরও প্রশাসনিক পদে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছি। তাঁরা আমার অনুরোধ রক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন।

* আপনাদের অবগতির জন্য জানাই, আমার দায়িত্বভার গ্রহণের পূর্ব থেকে উদ্ভিদবিজ্ঞান, গণিত ও দর্শন বিভাগে অচলাবস্থার কারণে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হচ্ছিল তা আমার সক্রিয় উদ্যোগে সম্মিলিত চেষ্টায় দূর করা সম্ভব হয়েছে।

* আমি একাডেমিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। তবে একথাও সত্যি যে, বিভিন্ন সময়ে সৃষ্ট সংকট নিরসনে আমাকে দিনরাত ব্যস্ত থাকতে হয়েছে। ফলে একাডেমিক অগ্রগতিতে আরো অধিক সময় দেয়া সম্ভব হয়ে উঠেনি।

* সিন্ডিকেট সভায় কখনো কোনো সম্মানিত সিন্ডিকেট সদস্যের সঙ্গে আমার অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেনি। বরং পরম ধৈর্যে সম্মানিত সদস্যদের আস্থা অর্জনে সক্ষম হয়েছি। তাই আমার সময়কালে সিদ্ধান্ত গ্রহণে ‘ভিন্ন মত’ (নোট অব ডিসেন্ট) লিপিবদ্ধ করার ঘটনা অত্যন্ত নগণ্য।

* বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে আমার অশিষ্ট মন্তব্য করার অভিযোগ সঠিক নয়। আমি লিখিত কোনো বক্তব্যে, কোনো সভায় কিংবা কোনো মিডিয়ার সামনে এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য প্রদান করিনি। বরং নামে, বেনামে, সংগঠনের পরিচয়ে এমনকি সামনা সামনি আমার বিরুদ্ধে অশিষ্ট বাক্য প্রয়োগ করা হয়েছে। তারপরও শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়কে সচল রাখার কথা বিবেচনা করে আমি সেইসব সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।

* আমি বিশ্ববিদ্যালয়ের ভূদৃশ্য নষ্ট করেছি এই অভিযোগ আমাকে মর্মাহত করে। উপাচার্যের দায়িত্বভার গ্রহণের পর থেকে আমি এই বিশ্ববিদ্যালয়ের মনোরম নৈসর্গিক দৃশ্যকে আরো নয়নাভিরাম করার জন্য সকলের পরামর্শ মত নিরলস চেষ্টা করে যাচ্ছি। গত ৪২ বছরে এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষা বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য প্রথিতযশা পরিবেশ সচেতন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি ইতোমধ্যেই খসড়া নীতিমালা প্রণয়ন করেছেন। এধরনের উদ্যোগ এবং কর্মসূচি গ্রহণের ফলেই বিপুল সংখ্যায় পরিযায়ী পাখিরা লেকগুলোত ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের লেকগুলো ঐতিহ্যবাহী লাল শাপলায় আবার ভরে উঠেছে।

* কাবিখা প্রকল্পের আওতায় ৭টি লেক/জলাশয় পুন:খননের জন্য স্বনামধন্য শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে গঠিত ৭টি কমিটির নিরন্তর পরিকল্পনা ও নিরলস শ্রমের ফলে ইতোমধ্যেই প্রকল্পসমূহের কাজ সুসম্পন্ন হয়েছে।

* এছাড়া হরিজন, ঝাড়–দার এবং বাগান মালীদের সমিতির তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তরের অর্থায়নে তিনটি পুকুর পুন:খননের কাজও দ্রুত সমাপ্তির পথে। মাটি কাটার পাশাপাশি এসব প্রকল্পের সাথে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণের বিষয়টিও যুক্ত আছে। এসব প্রকল্পে দূষিত পানি পরিশুদ্ধ করে জলাশয়ে নির্গমনের ব্যবস্থার মাধ্যমে পানির মান সংরক্ষণ; দৃষ্টিনন্দন ফুলের গাছ রোপন করা এবং বিলুপ্ত প্রায় দেশীয় মাছ, পাখী ও বন্য প্রজাতির অভয়াশ্রম হিসেবে তাদের গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। দেশের খ্যাতিমান পরিবেশ সচেতন বিশেষজ্ঞগণ দ্বারা এসব প্রকল্প প্রশংসিত হয়েছে।

* কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাসের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে গত ৯ই জানুয়ারি ২০১৩ তারিখে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় গৃহীত পদক্ষেপের কারণে ক্যাম্পাস বর্তমানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছ্ন্ন।

* আমার দায়িত্বভার গ্রহণের পর গত ১ বছরে (সরকারের শেষ বছরে অর্থ সংকটের সময়ে) বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক ৩৪ কোটি টাকা সরকারি বরাদ্দ আনা সম্ভব হয়েছে।

* বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪২ বছরে সীমানা প্রাচীর তৈরি হয়নি। আমার দায়িত্বভার গ্রহণের পর ৫ কোটি টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।

* ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ যাবত একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার ছিল না। সে কারণে ব্যাপক ছাত্র অসন্তোষ ও সম্পদ ধ্বংসের ঘটনাও ঘটেছে। আমার সক্রিয় চেষ্টায় ইতোমধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা অনুযায়ী ১০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়েছে।

* মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনা রক্ষার্থে আমরা বিশ্ববিদ্যালয়ে মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এখানে উল্লেখ্য যে, বৌদ্ধ সম্প্রদায়ের উপর যখন বেদনাদায়ক আঘাত হানা হলো তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও সেমিনার করেছি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের সমন্বিত আর্থিক সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা ছুটে গিয়েছি রামু, উঁখিয়া ও টেকনাফে পীড়িতদের পাশে।

* হলগুলোতে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য – যাদের ছাত্রত্ব আছে এমন সকলে শান্তিপূর্ণ সহাবস্থান করছে। ছাত্রসংগঠনগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে রক্তপাত কিংবা গুরুতর হানাহানি ঘটেনি এই সময়ে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে অব্যাহতভাবে মতবিনিময়ের ফলেই তা সম্ভব হয়েছে। প্রশাসনের সক্রিয় উদ্যোগে এবং শিক্ষার্থী ও ছাত্র সংগঠনসমূহের সহযোগিতায় আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে এবং ছাত্র-ছাত্রীরা নিজেদের নিরাপদ বোধ করছে।

* উপাচার্যের পদত্যাগের ঘোষণা এবং প্রত্যাহার সম্পর্কে আমি স্পষ্টভাবে বলতে চাই যে, আমি শিক্ষক সমিতির দাবির প্রতি সম্মান জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলাম। মহামান্য রাষ্ট্রপতি ও এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এক সংকটময় মুহুর্তে আমাকে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অর্পণ করেন। পরবর্তী সময়ে আমি সিনেটে নির্বাচিত হয়ে ‘নির্বাচিত উপাচার্য’ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়ার যে প্রত্যয় ঘোষণা করেছিলাম, সে কথা স্মরণ করিয়ে দিয়ে এ বিশ্ববিদ্যালয় পরিবারের অগণিত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমাকে পদত্যাগ না করে দায়িত্ব পালনের আন্তরিক অনুরোধ করেছিলেন শুধু নয়, পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আমাকে সাড়ে সাত ঘন্টা উপাচার্যের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। সেই পরিস্থিতিতে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হই।

প্রিয় সাংবাদিকবৃন্দ,

অযৌক্তিকভাবে প্রশাসন ভবন তালা দিয়ে অবরোধ করে রাখায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বিঘœ সৃষ্টি হচ্ছে, যেমন:

* গত ২০-০৬-২০১৩ তারিখে নির্ধারিত সিন্ডিকেট সভা হতে দেয়া হয়নি। ফলে শিক্ষকদের পদোন্নতিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।

* গত ২১-০৬-২০১৩ তারিখে আয়োজিত বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হতে পারেনি। ফলে বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ অর্থ বছরের সম্পূরক বাজেট এবং ২০১৩-২০১৪ অর্থ বছরের মূল বাজেট অনুমোদন করা সম্ভব হয়নি। এজন্য বিশ্ববিদ্যালয় পরিচালনায় ১লা জুলাই, ২০১৩ থেকে আর্থিক জটিলতার সৃষ্টি হবে। এ সভা না হওয়ায় কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২ বছর করার প্রস্তাব অমিমাংসিত অবস্থায় রয়ে গেছে। এছাড়া ২০১১-২০১২ শিক্ষাবর্ষে বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা সম্ভব হয়নি। সিনেট সভা অনুষ্ঠিত হতে না দিয়ে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিশ্ববিদ্যালয় পরিবার এবং দেশবাসীর কাছে এ এক অশনি সংকেত।

* প্রশাসন ভবন অবরোধের কারণে গত ২৬-০৬-২০১৩ তারিখে আয়োজিত বোর্ড অব এ্যাডভান্সড স্টাডিজ এবং শিক্ষা পর্ষদের সভার কর্মপত্র যথাসময়ে প্রেরণ করা সম্ভব না হওয়ায় এবং ভবন তালাবদ্ধ করে রাখায় উক্ত সভাটি অনুষ্ঠিত হতে পারেনি। এতে একাডেমিক বিষয়ে বিশেষ করে শিক্ষার্থী সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রয়েছে।

* ২৭-০৬-২০১৩ তারিখে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পর্ষদের সভাটি আয়োজন করতে দেয়া হয়নি বিধায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং জীববিজ্ঞান অনুষদ ভবনের বর্ধিতাংশ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ব্যাহত ও বিলম্ব হবে। উল্লেখ্য, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থিত বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অন্য দু’টি বিভাগকে দ্রুততম সময়ে জীববিজ্ঞান অনুষদ ভবনের বর্ধিতাংশে স্থানান্তরের কথা ছিল।

* ২৭-০৬-২০১৩ তারিখে কর্মচারীদের একটি পদোন্নতি সংক্রান্ত নির্বাচন কমিটির সভা হতে দেয়া হয়নি। ফলে এইসব অবসরগামী কর্মচারীরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।

* এছাড়াও আন্দোলনের কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের নিয়োগ/পদোন্নতির সভা স্থগিত করতে বাধ্য হয়েছি।

প্রিয় সাংবাদিকবৃন্দ,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ায় আমি তাদের সাধুবাদ জানাই। আমি আশা করি, শিক্ষক সমিতি অনতিবিলম্বে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচিও প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক বিধিবিধান রক্ষা করবেন এবং স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিরুপদ্রব রাখতে অবদান রাখবেন। সব শেষে আমি ঐকান্তিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি। আমার দৃঢ় বিশ্বাস, আলোচনার মাধ্যমেই সকল প্রকার সংকট নিরসন সম্ভব।

অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন

উপাচার্য